পানির ন্যায্য হিস্যা দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে ভারতকে তিস্তার পানি দিতে হবে। সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করতে হবে। আমাদের সঙ্গে দাদাগিরি আচরণ বন্ধ করতে হবে। আমাদের পাওনা বুঝিয়ে দেন। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই– তাহলেই বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে।
গতকাল সোমবার বিকেলে তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি তিস্তা রেলসেতুর লালমনিরহাট প্রান্তে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। লালমনিরহাট ছাড়াও রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর নদীপারের ১১ পয়েন্টে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে এ ব্যতিক্রমী কর্মসূচি পালিত হচ্ছে। আজ মঙ্গলবার এ কর্মসূচির শেষ দিন।
এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, আপনারা যদি নিরপেক্ষতার কথা বলেন, তাহলে ভারতের কাছে থেকে ন্যায্য পানির হিস্যা চান। আমরা সবসময় তিস্তার পানির কথা বলেছি।