একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

২০ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৩:৮ সময়
Share Tweet Pin it
[একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা]

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৮ বিশিষ্ট ব্যক্তি ও দলকে একুশে পদক তুলে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানে এই পদক তুলে দেন তিনি। 

এদিন জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পদক প্রদান অনুষ্ঠান শুরু হয়। পরে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক দিয়ে থাকে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই পদক চালু করা হয়।