স্বাস্থ্যখাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা ও স্বাস্থ্য মন্ত্রালয়ের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে ঘন্টাব্যাপি রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুর বিভাগের সকল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার দুপুরে সর্বস্তরের চিকিৎসক সমাজের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল রংপুর মেডিকেল কলেজ প্রধান ফটক থেকে বের হয়ে রংপুর দিনাজপুর মহাসড়ক এলাকার ধাপ মেডিকেল মোড় গোলচত্বরে ঘন্টাব্যাপি অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা।এসময় বিভাগের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে বলেও জানান ছাত্রনেতারা---