দিনাজপুর প্রতিনিধি ॥
র্যাব-১৩ এর বিশেষ অভিযানে দিনাজপুর সদর উপজেলায় অবৈধ বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, শনিবার (১৭ আগস্ট) ভোরে দিনাজপুর জেলার কোতয়ালী থানার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মোঃ মুরসালিনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষে তালাবদ্ধ ট্রাংকের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।
এ সময় ওই এলাকার দুই ভাই—
১। মোঃ মোসলেম (৩৫)
২। মুরসালিন বাবু (২৮)
পিতা- আব্দুল জব্বার, সাং- বড়গ্রাম ছাইথুনখুড়ি, থানা- দিনাজপুর সদর
—কে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র-গুলি সহ কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে হত্যাসহ অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Reporter Name 




















