রংপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুরে শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। এরই ধারাবাহিকতায় রংপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোডাউন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় রংপুর জেলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক,ডিসি মোড়, মেডিকেল মোড়, চেকপোস্ট, টার্মিনাল, মডার্ন মোড়, সাতমাথা ও জাহাজ কোম্পানি মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।হাজারো মোটরসাইকেল অংশ নেয় শোডাউনে। ব্যানার, পোস্টার ও দলের পতাকায় সজ্জিত মোটরসাইকেল বহরে ছিল শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ।শহরময় মোটরসাইকেলের গর্জনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।নগরীর বিভিন্ন এলাকায় পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।শোডাউনে অংশ নেন জামায়াতের মহানগর, সদর উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
এই বিশাল শোডাউন প্রমাণ করছে রংপুরের মানুষ পরিবর্তন চায়, ন্যায়ের পথে একাত্ম হয়েছে। আমরা রংপুরকে একটি নৈতিক, উন্নত ও সুশাসিত নগরীতে রূপ দিতে চাই। জনগণের ভোটে গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য,” বলেন তিনি।
তিনি আরও বলেন, রংপুরের তরুণরাই আমার সবচেয়ে বড় শক্তি। তারাই পরিবর্তনের দূত হয়ে উঠছে। আমি বিশ্বাস করি, রংপুর এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে বেছে নেবে।
অধ্যাপক বেলাল বলেন,আমাদের এই কর্মসূচি ছিল শান্তিপূর্ণ শক্তি-প্রদর্শন। জনগণের সাড়া দেখে আমি আশাবাদী— রংপুর-৩ আসনে জনগণ ন্যায়ের পক্ষে রায় দেবে। আমি সবার প্রতি আহ্বান জানাই, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করুন।
মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী বলেন,আজকের শোডাউন প্রমাণ করেছে, রংপুরের মানুষ অধ্যাপক বেলালের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্বাচনে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব।এক তরুণ কর্মী বলেন,আমরা পরিবর্তন চাই। অধ্যাপক বেলাল স্যার আমাদের প্রেরণা। রংপুরের তরুণ সমাজ এবার নতুন নেতৃত্ব দেখতে চায়।
শোডাউন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি ও দায়িত্বশীল আচরণে পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
স্থানীয়দের মতে, এই শোডাউন রংপুর-৩ আসনের নির্বাচনী মাঠে জামায়াত প্রার্থীর শক্ত অবস্থানের ইঙ্গিত দিয়েছে।

Reporter Name 



















