রংপুর প্রতিনিধি:
ট্রাইব্যুনালে শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম সাক্ষীদের সঙ্গে যোগাযোগ না করেই মিথ্যা অজুহাতে পিছিয়ে দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলেছেন মামলার সাক্ষী ও সহযোদ্ধারা। তাঁদের অভিযোগ, এতে বিচারিক কার্যক্রম অযথা প্রলম্বিত হচ্ছে, যা ন্যায়বিচার বিলম্বিত করার এক ধরনের দুরভিসন্ধি।
বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘জুলাই সংগ্রাম ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলা হয়।
সংগঠনটির মুখপাত্র ও মামলার অন্যতম সাক্ষী শাহরিয়ার সোহাগ বলেন, “গণঅভ্যুত্থানের অগ্রনায়ক শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচারিক কার্যক্রমে সংশ্লিষ্টদের গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত বিচার কার্যক্রম শুরু করার দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই সংগ্রামের সহযোদ্ধা ও ছাত্রনেতারা। তাঁরা শহীদ আবু সাঈদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

Reporter Name 



















