রংপুর , বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে কচ্ছপ পাচার

  • Reporter Name
  • প্রকাশিত : ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১০৬৮ বার পাঠ করা হয়েছে

রাণীশংকৈলে কচ্ছপ পাচার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সন্ধ্যারই এলাকায় অভিযান চালিয়ে কচ্ছপ ক্রয়-বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম নিমাই চন্দ্র (৪৫)। তিনি একই এলাকার মৃত গণেশ চন্দ্রের ছেলে। অভিযানে তার হেফাজত থেকে ১১ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়।
পরবর্তীতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
উদ্ধার হওয়া কচ্ছপটি বন বিভাগের তত্ত্বাবধানে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ।
এ বিষয়ে বন বিভাগ সূত্র জানায়, উদ্ধারকৃত কচ্ছপটি একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এই ধরনের অপরাধে নিয়মিতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
About Author Information

জনপ্রিয়

রাণীশংকৈলে কচ্ছপ পাচার

প্রকাশিত : ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সন্ধ্যারই এলাকায় অভিযান চালিয়ে কচ্ছপ ক্রয়-বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম নিমাই চন্দ্র (৪৫)। তিনি একই এলাকার মৃত গণেশ চন্দ্রের ছেলে। অভিযানে তার হেফাজত থেকে ১১ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়।
পরবর্তীতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
উদ্ধার হওয়া কচ্ছপটি বন বিভাগের তত্ত্বাবধানে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ।
এ বিষয়ে বন বিভাগ সূত্র জানায়, উদ্ধারকৃত কচ্ছপটি একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এই ধরনের অপরাধে নিয়মিতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।