রংপুর , বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশিত : ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ২৫১ বার পাঠ করা হয়েছে

রাণীশংকৈলে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবি করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-পরিচালকরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ সোসাইটি। এতে উপজেলার অন্তত ৪১টি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে হাতে লেখা ফেস্টুন ও ব্যানারে উঠে আসে নানা প্রতিবাদী স্লোগান—“জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”“বৃত্তির অধিকার হয়ে যাক সবার”,
“প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই”।
বক্তব্য দেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি আজাদ আলী, সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল রানা এবং সদস্য আবু সাঈদ প্রমুখ।
বক্তারা বলেন, “সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি পরিপত্রে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বাদ দেওয়া হয়েছে, যা শিক্ষা ক্ষেত্রে এক ধরনের বৈষম্য তৈরি করছে। এই সিদ্ধান্ত সংবিধানপ্রদত্ত শিক্ষা অধিকারেরও পরিপন্থী।”
তারা দ্রুত সময়ের মধ্যে ওই পরিপত্র প্রত্যাহার করে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাফিউল মাজলুবিন রহমানের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রেরণ করা হয়। একইসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবরও আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়।
About Author Information

জনপ্রিয়

রাণীশংকৈলে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত : ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবি করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-পরিচালকরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ সোসাইটি। এতে উপজেলার অন্তত ৪১টি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে হাতে লেখা ফেস্টুন ও ব্যানারে উঠে আসে নানা প্রতিবাদী স্লোগান—“জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”“বৃত্তির অধিকার হয়ে যাক সবার”,
“প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই”।
বক্তব্য দেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি আজাদ আলী, সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল রানা এবং সদস্য আবু সাঈদ প্রমুখ।
বক্তারা বলেন, “সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি পরিপত্রে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বাদ দেওয়া হয়েছে, যা শিক্ষা ক্ষেত্রে এক ধরনের বৈষম্য তৈরি করছে। এই সিদ্ধান্ত সংবিধানপ্রদত্ত শিক্ষা অধিকারেরও পরিপন্থী।”
তারা দ্রুত সময়ের মধ্যে ওই পরিপত্র প্রত্যাহার করে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাফিউল মাজলুবিন রহমানের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রেরণ করা হয়। একইসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবরও আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়।