fbpx
গাইবান্ধায় ফেসবুকে সম্পর্ক অন্তপর বিয়ে

গাইবান্ধায় ফেসবুকে সম্পর্ক অন্তপর বিয়ে

গাইবান্ধায় ফেসবুকে সম্পর্ক অন্তপর বিয়ে
গাইবান্ধায় ফেসবুকে সম্পর্ক অন্তপর বিয়ে

নিজেবে অবিবাহিত দাবি করে ফেসবুকে সম্পর্ক গড়ে ১৫ বছরের এক ছাত্রকে বিয়ে করেছেন দুই সন্তানের মা।গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কনে হাসানপাড়া গ্রামের মহির উদ্দিনের মেয়ে মৌসুমী আক্তার (২৩) এবং কিশোর বর রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা হাট গিরগিরি গ্রামের ফারুক মন্ডলের ছেলে নবম শ্রেণির ছাত্র সোহেল (১৫)।এ অসম বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবদম্পতিকে এক নজর দেখার জন্য ওই নারীর বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা।

স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না দুই সন্তানের জননী মৌসুমীর। এ কারণে বেশ কিছু দিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন তিনি। এরই মধ্যে ফেসবুকে তার পরিচয় হয় পীরগাছা উপজেলার পাওটানা হাট গিরগিরি গ্রামের ফারুক মন্ডলের ছেলের সঙ্গে। মৌসুমি নিজেকে অবিবাহিত দাবি করে ওই কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।এই সম্পর্কের সূত্রে গত বৃহস্পতিবার প্রেমিকার সঙ্গে দেখা করতে সাদুল্লাপুরে চলে আসেন কিশোর প্রেমিক।

এরপর মৌসুমি ওই কিশোরকে নিয়ে স্থানীয় এক কাজীর বাড়িতে গিয়ে আগের স্বামীকে তালাক দেন। একই সঙ্গে কিশোর প্রেমিককে বিয়ে করেন। বিয়ে রেজিস্ট্রির পর সন্ধ্যায় ওই নারীর বাড়িতে এসে প্রেমিক কিশোর জানতে পারে, মৌসুমির দুটি সন্তান রয়েছে। পরে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা তাকে আটকে রেখে সালিশের মাধ্যমে বিয়ে দেন।

এ প্রসঙ্গে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মিন্টু বলেন, ‘অসুস্থতাজনিত কারণে ঢাকায় অবস্থান করছি। তবে লোকমুখে বিয়ের বিষয়টি শুনেছি। সালিশে কোনো ইউপি সদস্যকে ডাকা হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved ©Live Rangpur By  Rangpur24.com
Desing & Developed BY mahfuz Alam prince rangpur24.com