1. [email protected] : Live Rangpur :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

অস্বচ্ছল বয়স্ক মায়েদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৪০ Time View
অস্বচ্ছল বয়স্ক মায়েদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
অস্বচ্ছল বয়স্ক মায়েদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

অস্বচ্ছল বয়স্ক মায়েদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
রণজিৎ দাস ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরের অসহায়-দুঃস্থ বয়স্ক মায়েদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বর্ণনারী এ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার (২৩ মার্চ) রংপুর সাহিত্য পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ্যাসোসিয়েশনের তালিকাভূক্ত ১১৭ জন অস্বচ্ছল বয়স্ক মায়েদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ৫ কেজি, পোলাও এর চাল ২ কেজি, চিড়া ১ কেজি, ছোলা ১ কেজি, বুটের ডাল ১ কেজি, তেল আধা লিটার, চিনি আধা কেজি, লবন ১ কেজি, কুলসুম সেমাই ১ প্যাকেট, গুড়ো দুধ ১০০ গ্রাম, সাবান ২টি। স্বর্ণনারী এ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি। এ সময় স্বর্ণনারী এ্যাসিয়েশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ## ২৩/০৩/২৪ইং

পবিত্র রমজান উপলক্ষে স্বর্ণনারী এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ প্রথম দিনে এ্যাসোসিয়েশনের তালিকাভূক্ত ১১৭ জন অস্বচ্ছল বয়স্ক মায়েদের মাঝে সাধ্যমতো মানবিক সহায়তা দিতে পারলাম আমরা সকলে মিলে। বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),রংপুর। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ্যাসোসিয়েশন সর্বদা কৃতজ্ঞ।
আগামীকাল ও পরশু তালিকাভুক্ত আরও ১২০ থেকে ১৩০ পর্যন্ত মায়েদের সহযোগিতা করার পরিকল্পনা আছে। ২০২০ সাল থেকে আমাদের এই কার্যক্রম চলমান আছে।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য বোনদের, সেই সাথে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের শুভানুধ্যায়ী সম্মানিত ভাই -বোনদের,তাঁদের বরাবরের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]