1. [email protected] : Live Rangpur :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

পঞ্চগড়ে ভারতীয় দুই বন্য হাতি

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ Time View
পঞ্চগড়ে ভারতীয় দুই বন্য হাতি
পঞ্চগড়ে ভারতীয় দুই বন্য হাতি

বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রওশনপুর দিয়ে দু’টি ভারতীয় বন্য হাতি প্রবেশ করেছে। বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছে হাতি দু’টি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত দিয়ে ইসলামবাগ হয়ে প্রবেশ করে হাতি দু’টি।

এদিকে সকালে গ্রামের ভেতর দিয়ে হাতি প্রবেশ করার খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। হাতি দেখতে শতশত উৎসুক জনতার ভিড় জমেছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে দু’টি বন্য হাতি রওশনপুর হয়ে দৌলতপাড়া দিয়ে দক্ষিণ কাশিমগঞ্জে প্রবেশ করে। আসার পথে দুই-তিনজন কৃষকের গৃহপালিত প্রাণির উপর আক্রমণ করে। পরে কাশিমগঞ্জের বেশ কিছু বাড়িতে ঢুকে বৈদ্যুতিক তার, মোটরের তার, টয়লেট, বেড়া, পিঁয়াজ ও ভূট্টা খেতের ক্ষতি করেছে। এই খবর জানাজানি হলে আশেপাশে বসবাসকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বন বিভাগের কর্মকর্তা নুরুল হুদা বলেন, বাংলাবান্ধার কাশিমগঞ্জে দু’টি বন্য হাতির খবর পেয়ে আমাদের বনবিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। এসেই জনসাধারণকে নিরাপদে রাখতে হ্যান্ড মাইক দিয়ে দূরে থাকতে বলা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাতি দু’টি একটি ভুট্টা ক্ষেতে রয়েছে।

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বলেন, ভারতীয় সীমান্ত অতিক্রম করে হাতি দুটি আমাদের ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছে। গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, ঘটনাটি শুনেই ঘটনাস্থলে ছুটে গিয়েছি। বিষয়টি জেলা প্রশাসক, মডেল থানা পুলিশ, বন বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, বনবিভাগ এলাকায় অবস্থান করছে, কেউই যাতে হাতিগুলোকে বিরক্ত না করে; এমন নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]