কারিগরি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ বন্ধের নতুন উদ্যোগ | Rangpur24
  1. [email protected] : Live Rangpur :
শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

কারিগরি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ বন্ধের নতুন উদ্যোগ

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ Time View
চাকুরীর প্রস্তুতি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা
চাকুরীর প্রস্তুতি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

কারিগরি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ বন্ধের নতুন উদ্যোগ
চাকুরীর প্রস্তুতি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
রণজিৎ দাস ॥ চাকুরীর প্রস্তুতি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলায় আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর চাইল্ড, নট ব্রাইট (সিএনবি) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের বিশেষ করে যুব নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রস্তুতকরণ, আধুনিক চাকুরীর বাজার সম্পর্কে ধারণা দেওয়া এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে উদ্বুদ্ধকরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন। আরডিআরএস বাংলাদেশ এর হেড অব এগ্রিকালচার এবং ক্লাইমেট চেঞ্জ মোঃ এনামুল হকের সভাপতিত্বে অন্ষ্ঠুানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আলী আর রেজা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেবুন নেছা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর হেড অফ সেন্ট্রাল এ্যান্ড নর্দান রিজিয়ন প্রোগ্রামস আশিক বিল্লাহ, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর পরিচালক শ্যামল চন্দ্র সরকার এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ। কর্মক্ষেত্রে প্রবেশের জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, কিভাবে আধুনিক পদ্ধতিতে বায়োডাটা লিখতে হয়, মৌখিক পরীক্ষার সময় কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয় এবং আধুনিক চাকুরীর বাজার সম্পর্কে ধারণা দেন বিডিজবস.কম লিমিটেড এর এজিএম প্রোগ্রামস মোহাম্মদ আলী ফিরোজ। উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন এর মাষ্টার ট্রেইনার (ইডিটি) রোজিনা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম টিটিসি’র প্রিন্সিপাল মোঃ আইনুল হক, চাইল্ড, নট ব্রাইড প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মেথিল্ডা মেন্ডিস, মানহা টেকনিক্যাল প্রশিক্ষন কেন্দ্র প্রিন্সিপাল ও নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আবু জায়েদ হাসনাইন মাসুম প্রমুখ। যুবদের বিশেষ করে যুব নারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য সিএনবি প্রকল্প কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা পরিবারের মধ্যে থেকে মোট ২৫০ জন যুবকে ২ মাস ব্যাপী কারিগরি প্রশিক্ষণ প্রদান করে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুড়িগ্রাম থেকে ১৫০ জন যুব নারী পুরুষ মোট ৫টি ট্রেডে এবং ৫৫ জন আইসিটি বিষয়ে কুড়িগ্রামের মানহা টেকনিক্যাল প্রশিক্ষন কেন্দ্র থেকে এবং ৪৫ জন ইউসেপ প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই প্রশিক্ষণ গ্রহণ করেন। এই কারিগরি প্রশিক্ষণ প্রদানের প্রধান উদ্দেশ্য ছিল যুবদের কারিগরি বিষয়ে দক্ষ করে তোলা এবং আধুনিক কর্মক্ষেত্রের জন্য তাদেরকে উপযোগী করে গড়ে তোলা এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যাতে করে তারা অর্থনৈতিকভাবে সাবলম্বি হয় এবং বাল্যবিবাহ বন্ধে অবদান রাখতে পারে। বালিকা এবং যুব নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য ৪ বছর মেয়াদি সিএনবি প্রকল্পটি নরওয়েজিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন এর আর্থিক সহায়তায় আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগী সংস্থা আরডিআরএস বাংলাদেশ এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর মাধ্যমে সমগ্র কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]