চিলমারীতে যুক্ত হলো ফেরি সু‌ফিয়া কামাল | Rangpur24
  1. [email protected] : Live Rangpur :
শনিবার, ১৮ মে ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

চিলমারীতে যুক্ত হলো ফেরি সু‌ফিয়া কামাল

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ Time View
চিলমারীতে যুক্ত হলো ফেরি সু‌ফিয়া কামাল
চিলমারীতে যুক্ত হলো ফেরি সু‌ফিয়া কামাল

কুড়িগ্রামের চিলমারী রমনা ঘা‌টে যুক্ত হয়েছে বেগম সুফিয়া কামাল নামের আরো একটি ফেরি। পণ্যবাহী অতিরিক্ত গাড়ির চাপে গতকাল র‌বিবার সন্ধ্যায় ঘাটে ফেরিটি যুক্ত করা হয় ব‌লে জানা গে‌ছে। আজ সোমবার সকাল থেকে ফেরিটি যানবাহন পারাপার শুরু ক‌রে‌ছে।

বিআইডব্লিউটিসির চিলমারী ফেরিঘাটের ম্যানেজার প্রফুল্ল চৌহান জানান, প্রথম ফে‌রি কুঞ্জলতা উদ্বোধনের ১৩ দিন পর ১৪টি পরিবহন ধারণ ক্ষমতার ফেরিটি যুক্ত হয়ে আটটি পণ্যবাহী ট্রাক, একটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাস দুটি মোটরসাইকেল নিয়ে রৌমারী ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

ফে‌রির পাইলট মাহবুবুর রহমান জানান, চিলমারী বন্দরের ফেরি ঘাটে বেগম সুফিয়া কামাল যুক্ত হওয়ায় পণ্যবাহী গাড়ির চাপ কমবে ব‌লে আমরা আশা ক‌রি। পণ্যবাহী গাড়ি নিয়ে যাতে পরিবহন শ্রমিকরা বসে না থাকেন, সে বিষয়টি আমরা মাথায় রাখছি।

চিলমারীর রমনা ঘাটে ফেরি চালু হওয়ায় এই পথধরে বৃহত্তর উত্তরবঙ্গ থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়াসহ রাজধানীতে স্বল্পখরচ ও স্বল্পসময়ে যাতায়াত করতে পারছে বলে জানিয়েছে পরিবহন সেক্টর সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]