কুড়িগ্রামে নৌকাবাইচ দেখতে উপচে পড়া ভিড় | Rangpur24
  1. [email protected] : Live Rangpur :
শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

কুড়িগ্রামে নৌকাবাইচ দেখতে উপচে পড়া ভিড়

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ Time View
কুড়িগ্রামে নৌকাবাইচ দেখতে উপচে পড়া ভিড়
কুড়িগ্রামে নৌকাবাইচ দেখতে উপচে পড়া ভিড়

কুড়িগ্রামে ধরলা ব্রীজ পাড়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। নৌকাবাইচ দেখতে দুরদুরান্ত থেকে এসেছে নানা বয়সী ও বিভিন্ন পেশার মানুষজন।

শুক্রবার কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতু পাড়ে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলার আয়োজক কমিটি জানান, এ নৌকাবাইচ প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরে বিভিন্ন স্থান থেকে প্রায় ২২টি নৌকা অংশ নেয়। তিনদিনব্যাপী এ খেলায় ১ম পুরুষ্কার একটি মহিষ, ২য় পুরস্কার গরু ও ৩য় পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ।

নৌকাবাইচ দেখতে আসা মো. ফেরদৌস মিয়া বলেন, দীর্ঘ ৭ বছর পর নৌকাবাইচ দেখতে পেলাম। হাজার হাজার মানুষের ভিড়ে মজাই আলাদা।

মাধবরাম গ্রামের আয়শা বেগম বলেন, আমার পরিবারের সবাই মিলে নৌকাবাইচ দেখতে এসেছি। খুব আনন্দময় একটা সময় কাটলো। বাচ্চারাও দেখে দারুণ খুশি।

আয়োজক কমিটির সভাপতি মো. ভজু মিয়া বলেন, গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে ধরে রাখতে আমরা স্থানীয় লোকজন নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি। টানা ৩ দিন ধরে চলবে এ নৌকাবাইচ প্রতিযোগিতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]