1. [email protected] : Live Rangpur :
শুক্রবার, ১০ মে ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

লালমনিরহাটে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৫৩ Time View

হাতীবান্ধা, লালমনিরহাটে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট অভিযানে ৩৮০০০/- টাকা জরিমানা
উপজেলা প্রশাসন, হাতিবান্ধা, লালমনিরহাট এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় ০১টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে-১) মেসার্স হাতিবান্ধা ফিলিং স্টেশন, হাতিবান্ধা, লালমনিরহাট। উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি ১০ লিটার পরিমাপে অকটেনে ২১৮ মিলিলিটার, পেট্রোলে ১১৭ মিলিলিটার এবং ডিজেলে ১০৯ মিলিলিটার কম পাওয়া যায়। উক্ত অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৩০০০০/=(ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং একই সাথে অকটেন, পেট্রোল ও ডিজেলের ডিসপেন্সিং ইউনিটগুলোর সকল ধরনের বিক্র‍য় ও বিতরণ বন্ধ করা হয়।
(২) মেসার্স ডি.এস. ফিলিং স্টেশন, হাতিবান্ধা, লালমনিরহাট। উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি ১০ লিটার ডিজেল পরিমাপে ৪০ মিলিলিটার কম পাওয়া যায়। উক্ত অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৮০০০/=(আট) হাজার টাকা জরিমানা করা হয় এবং একইসাথে ডিজেলের ডিসপেন্সিং ইউনিটটির সকল ধরনের বিক্র‍য় ও বিতরণ বন্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জনাব মোঃ লোকমান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাতিবান্ধা, লালমনিরহাট। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি)। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম)।জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]