1. [email protected] : Live Rangpur :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

রংপুরে প্রদর্শনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৬৩ Time View
রংপুরে প্রদর্শনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন
রংপুরে প্রদর্শনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

রংপুরে ৩ দিন ব্যপি হালনাগাদ তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন
বাংলাদেশ কম্পিউটার সমিতি রংপুর শাখার আয়োজনে তিনদিন ব্যাপি হালনাগাদ তথ্য প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ মেলা রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারুণ্য আর প্রযুক্তি, স্মার্ট রংপুরের শক্তি তরুণরাই গড়বে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ২৮টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর ‘ উপলক্ষে ০৬ জুন, মঙ্গলবার রংপুরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিসিএস রংপুর শাখার চেয়ারম্যান মো. মোকসেদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিসিএস পরিচালক ও এই প্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়ক মোশারফ হোসেন সুমন লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় বিসিএস রংপুর শাখার ভাইস চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম, সেক্রেটারি মো. ফেরদৌস নুর, জয়েন্ট সেক্রেটারি কাজী মোহাম্মদ রাফী, কোষাধ্যক্ষ মো. নূর-ই-আলম সিদ্দিকী, সদস্য মো.জুনায়েদ হোসেন আজাদ, মো. রাশেদ আলমগীর ও ডায়মন্ড স্পন্সরের প্রতিনিধি স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড এর পরিচালক মো. মুজাহিদ আল বেরুনী সুজন এবং গোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর রংপুর ব্র -ইন-চার্জ আরফানুজ্জামান এঞ্জেল উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির সম্ভার নিয়ে ২৫টি স্টল এবং ৬টি প্যাভেলিয়ন থাকবে। প্রযুক্তিপণ্য ক্রয়ে মিলবে আকর্ষণীয় উপহার এবং মূল্যছাড়। মেলায় প্রবেশের টিকেটের উপর রাফেল ড্র অনুষ্ঠিত হবে। রাফেল ড্রতে মিলবে আকর্ষণীয় উপহার। সম্মেলনে আরো জানানো হয়, দর্শনার্থীদের জন্য মেলায় ফ্রি ইন্টারনেট ও ওয়াই-ফাই জোনের সুবিধা মিলবে। এছাড়াও ইনোভেশন জোন এবং গেমিং জোন থাকবে। এই জোনগুলোতে নিত্যনতুন আবিষ্কার এবং বিনোদনের জন্য ডিজিটাল গেইম খেলার ব্যবস্থা থাকবে। ফটোগ্রাফি এবং সেলফি তোলা প্রতিযোগিতা দর্শনার্থীদের মধ্যে আলাদা আকর্ষণের উপলক্ষ হবে। এক্সপোর কেন্দ্রীয় সমন্বয়ক মোশারফ হোসেন সুমন বলেন, তথ্যপ্রযুক্তি বিশ্ব ও ডিজিটাল জীবনধারাভিত্তিক নতুন সব আবিষ্কারের খোঁজ মিলবে এই মেলায়। পাশাপাশি থাকবে সচেতনতা,বিনোদন ও শিক্ষামূলক বৈচিত্র্যময় সহ থাকবে নানান আয়োজন। ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর’ এ প্রবেশের জন্য শিক্ষার্থী এবং সংবাদকর্মীদের উম্মুক্ত থাকবে এছাড়া অন্যান্যদের জন্য ১০টাকা টিকিট মূল্য করা হয়েছে। বুধবার ০৭ জুন বেলা ১১টায় বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনী উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ-সভাপতি মো. রাশেদ আলী ভুইয়া, বিসিএস এর পরিচালক এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম,গোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর মহাব্যবস্থাপক সমীর কুমার দাশ এবং সাউথ বাংলা কম্পিউটার্সের হেড অব সেলস মো. মিজানুর রহমান। এছাড়াও বাংলাদেশ কম্পিউটার সমিতির রংপুর শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কম্পিউটার সমিতি, রংপুর শাখা কমিটির চেয়ারম্যান মো.মোকছেদুল ইসলাম । সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এর সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর এর মেলার ডায়মন্ড স্পন্সর সনি-স্মার্ট। প্লাটিনাম স্পন্সর হিসেবে গ্লোবাল ব্র্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]