ঠাকুরগাঁয়ে দুই বাংলার মিলন মেলা  | Rangpur24
  1. [email protected] : Live Rangpur :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

ঠাকুরগাঁয়ে দুই বাংলার মিলন মেলা 

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২১৮ Time View
ঠাকুরগাঁয়ে দুই বাংলার মিলন মেলা 
ঠাকুরগাঁয়ে দুই বাংলার মিলন মেলা 
জসীমউদ্দীন ইতি (ঠাকুরগাঁও)  প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটারের দৃরে   সীমান্তবর্তী হরিপুর  রানীশংকৈল উপজেলার কোচল – গোবিন্দপুর  বর্ডারে ছিল শুক্রবার পাথর কালী মেলা  আর এই কালীর মেলাক কেন্দ্র করে মেলা কমিটির  আয়েজনে হয় দুই বাংলার মিলন মেলা প্রতি বছরের ন্যায় এবারোও এই মেলার আয়োজন করেন মেলা কমিটি। প্রতিবেশী দেশ ভারতে এবং বাংলাদেশে থাকা আন্তীয় স্বজনরা  অপেক্ষায় থাকেন প্রিয় মানুষদের এক নজর দেখার জন্য। শুক্রবার সকালে আন্তার আন্তীয়দের এক পলক  দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই এলাকায় তাদের  স্বজনরা। ভোর ছয়টায় থেকে  আসতে শুরু করেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা নারী-  পুরুষ। মিলন মেলায় দেখতে আসা  লোকজনের চোখে মুখে ছিল আনন্দের অশ্রু।  মেলা স্থানে কথা হয়, শাধন রায় ( ৬০)  লালমনির হাটের এক বৃদ্ধা জানান  ২০ বছর আগে তার বড় ছেলে বাড়ি থেকে পালিয়ে যায় প্রতিবেশি দেশ ভারতে সেখানে গিয়ে আর কোনদিন বাড়িতে আসেনি  ভারতেই বিয়ে করে বসবাস করে আছেন বাড়ি করেছেন তার এখন ১ মেয়ে দুই ছেলে  নাতী নাতনীদের সাথে ফোনে কথা হয়েছে তাদেরকে দেখার জন্য দূর থেকে এসেছেন।  মিলন মেলায় কথা হয় বগুড়া থেকে আসা  নির্মলেন্দু  বাবু( ৬৫)  এর সাথে  তিনি বলেন  দেশ ভাগের কিছুদিন আগে তার বাবা মা ভাই বোন সবাই ভারতে গিয়ে বসবাস করছেন কিন্তু তিনি যান নি কারন তখন তিনি নতুন বিয়ে করেছেন শশুর বাড়ির লোকজন  তাকে যেতে দেয়নি।  গত ৮ বছর  আগে তার বাবা মার যায় পরের বছরে তার মাও মারা যান তার পরও তিনি বাবা মায়ের কাছে  টাকার অভাবে যেতে পারেন নি, কারণ ভারতে এখন গেলেতে পাসপোর্ট করে যেতে হয় এগুলো খরচ করার মত সামর্থ তার নেই। তার ভাই ভাতিজা গুলো  কয়েক বছর আগে তাদের বাসায় এসেছিল বেড়াতে তখন তারা তাদের মোবাইল নাম্বার দিয়ে যায় নতখন থেকে তাদের সাথে প্রতিনিয়ত মোবাইল ফোনে কথা হয়  আমার এখন অনেক বয়স হয়েছে  কখন কি হয়ে যায় তাই আমার ভাই ভাতিজা গুলো আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে তাদের অনুরোধে  আজকে তাদের দেখতে এসেছি। কথা হয়  মেলা কমিটির লোকজনের সাথে তার জানায় গত দুই বছর করোনার কারনে মেলার কোন পারমেশন ছিলনা,দীর্ঘ দিন ধরে দুই বাংলার আত্মীয় স্বজনদের দেখা করার সোভাগ্য হয়নি এবার হয়েছে তাই প্রীয় মানুষটিকে এক পলক দেখার জন্য দেশের দৃঢ় দুরান্ত  থেকে আসা লোকজন গুলো গত কয়েক দিন ধরে এই এলাকায় থাকা আন্তীয় স্বজনদের বাড়িতে আগাম এসে ভীড়  করছেন। এ ব্যাপারে  কথা হরিপুর এবং রানীশংকৈল থানার অফিসার ইনচার্জদের সাথে তারা বলেন মিলন মেলায় যেন শান্তি পুর্ণ ভাবে  হয়, যদি কেউ বিশৃংখলা করার চেষ্টা  করেন তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ  ব্যবস্থা গ্রহন করতে বাধ্য থাকবো। হরিপুর রানীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার বলেন, মিলন মেলা যেন শান্তি পুর্ণ ভাবে হয় কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পার সে ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহীনিকে নির্দেশ দেওয়া আছে। পাথরকালী মিলন মেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মেলা টি যাতে শান্তি পুর্ণ ভাবে হয় সে ব্যাপারে আমরা প্রশাসনের সহ-সর্ব মহলের কাছে  সহযোগিতা চেয়েছি,তারা আমাদের আশ্বস্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]