জাতীয় পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার ১২১ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি অনুমোদন | Rangpur24
  1. [email protected] : Live Rangpur :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

জাতীয় পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার ১২১ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি অনুমোদন

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৫৬ Time View
জাতীয় পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার ১২১ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি অনুমোদন
জাতীয় পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার ১২১ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥জাতীয় পার্টি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন জেলা কমিটি। গত ১৭ নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান সরকারকে সভাপতি এবং মোঃ নুরে আলম মিয়া (যাদু)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১২১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষনার ১৫দিনের মধ্যে ১২১ সদস্য বিশিষ্ঠ জাতীয় পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট অনুমোদনের নিদের্শ প্রদান করা হয়।গত ২৭ শে নভেম্বর জাতীয় পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার ১২১ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি অনুমোদনের জন্য জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল মাসুদ চৌধুরী নান্টু বরাবরে সুপারিশ করে জাতীয় পার্টি রংপুর জেলার সদস্য সচিব আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক। উক্ত সুপারিশের আলোকে ঐ দিনে জাতীয় পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেন জাতীয় পার্টি রংপুর জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু। অনুমোদিত জাতীয় পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার ১২১ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান সরকার, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নোমান ইকবাল খসরু, মোঃ আব্দুল মান্নান আকন্দ, মোঃ আব্দুল জলিল সরকার, মোঃ সুলতান আহমেদ সোনা, মোঃ শাহা আলম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম মিয়া (যাদু), যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক দুদু, সহ-সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সরকার আনিছ, মোঃ আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, যূগ্ম সাংগঠনিক সম্পাদক শাহ্ নূর মোহাম্মদ তপু, মোঃ আতাউর রহমান পিন্টু, অর্থ সম্পাদক মোঃ আশিকুর রহমান রাখু, যূগ্ম অর্থ সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান বুলবুল, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মন্ডল, যূগ্ম প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, দপ্তর সম্পদক রোকনুজ্জামান জুয়েল, যূগ্ম দপ্তর সম্পাদক মোন্নাফ মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মুঞ্জুর হোসেন প্রধান, যূগ্ম কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সবুজ মিয়া (২নং ভেন্ডাবাড়ী), সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ডেনিস মিয়া, যূগ্ম সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের, এনজিও বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম (৩নং বড়দরগাহ), যূগ্ম এনজিও বিষয়ক সম্পাদক মোঃ শামছুল মিয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রউফ মিয়া, যুগ্ম ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল তালুদকার, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ দুদু মিয়া (১৩নং রামনাথপুর), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মতিন মাস্টার, যুগ্ম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রোস্তম আলী সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ মর্জিনা বেগম, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ লাবনী বেগম, যুব বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ আলম মিনু, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ তারা মিয়া (২নং ভেন্ডাবাড়ী), যুগ্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (৭নং বড় আলমপুর), যুগ্ম স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ লুৎফর রহমান (নেদু), যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক গোলজার মন্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান রনজু মিয়া, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার, আইন বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল হক, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান (১১নং পাঁচগাছী), যুগ্ম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস সরকার ফিরোজ, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সাইদ হাসান জিওন, আলহাজ্ব মোঃ আবু হোসেন সরকার, আলমগীর হোসেন (পৌরসভা)। এছাড়াও সদস্যরা হলেন-আলহাজ্ব মোঃ আবু হোসেন সরকার, মোঃ আলমগীর হোসেন (পৌরসভা), মোঃ খাজা মিয়া (৩নং বড়দরগাহ), আলহাজ্ব মোঃ আবেদ আলী প্রধান, মোঃ জুয়েল মিয়া (পীরগঞ্জ পৌরসভা), মোঃ জাকারিয়া (১নং চৈত্রকোল), মোঃ মোস্তা মিয়া (২নং ভেন্ডাবাড়ী), মোঃ গোলাম রব্বানী (২নং ভেন্ডাবাড়ী), মোঃ মমতাজ মিয়া (৩নং বড়দরগাহ), মোঃ আবু সাঈদ মন্ডল (৩নং বড়দরগাহ), মোঃ আনিছার রহমান (৩নং বড়দরগাহ), মোঃ লুৎফর রহমান (৪নং কুমেদপুর), মোঃ মোস্তা মিয়া (৪নং কুমেদপুর), মোঃ সেলিম মিয়া (৪নং কুমেদপুর), মোঃ মোকছেদ আলী (৪নং কুমেদপুর), মোঃ মজিবর রহমান (৫নং মদনখালী), মোঃ রতন মিয়া (৫নং মদনখালী), মোঃ আব্দুর রহিম মিয়া (৫নং মদনখালী), মোঃ ময়নুল মিয়া (৫নং মদনখালী), মোঃ জয়নাল মিয়া (৫নং মদনখালী), মোঃ নায়েব আলী (৫নং মদনখালী), মোঃ গোলাপ মিয়া (৫নং মদনখালী), মোঃ আব্দুর রহমান (৫নং মদনখালী), আলহাজ্ব মোঃ আজিজ মিয়া (৫নং মদনখালী), মোঃ আব্দুল হালিম দুদু (৬নং টুকুরিয়া), মোঃ সোহেল মিয়া (৬নং টুকুরিয়া), মোঃ শাহাজাদা মিয়া (৬নং টুকুরিয়া), মোঃ আমিন মিয়া (৬নং টুকুরিয়া), আমিলে ইসলাম (৬নং টুকুরিয়া), মেঃ আদুল হলিম মিয়া, (৬নং টুকুরিয়া), মেঃ আলতাফ মিয়া (৬নং টুকুরিয়া), তারা মিয়া (৬নং টুকুরিয়া), ইসলাম মিয়া (৬নং টুকুরিয়া) মেঃ গোলাপ মিয়া (৬নং টুকুরিয়া), রাজা মিয়া (৭নং বড় আলমপুর), জাকারিয়া মন্ডল যাদু (৭নং বড় আলমপুর), সাইফুল মিয়া (৭নং বড় আলমপুর), আমজাদ হোসেন (৭নং বড় আলমপুর), জয়নাল মেম্বার (৭নং বড় আলমপুর), সাইদুর রহমান (৭নং বড় আলমপুর), মাহমুদুল মিয়া, (৭নং বড় আলমপুর),শাহালম মিয়া (৭নং বড় আলমপুর), মঞ্জুর মিয়া (৭নং বড় আলমপুর), মোঃ মুকুল মিয়া (৭নং বড় আলমপুর), নোঃ মজনু মিয়া (৭নং বড় আলমপুর), আবু হোসেন সরকার (৮নং রায়পুর), সোহরাব সরকার (৮নং রায়পুর), মোঃ মনোয়ার হোসেন (৯নং পীরগঞ্জ), মংলু মেম্বার (৯নং পীরগঞ্জ), মোঃ ফারুক কাজী (১০ শানেরহাট), মোঃ রুহুল আমিন খান (১০নং শানেরহাট), মোঃ অলিউর রহমান (১১নং পাঁচগাছী), মোঃ ইকরামুল হক (১১নং পাঁচগাছী), মোঃ গোলাম মওলা (১২নং মিঠিপুর), মোঃ আশরাফ আলী (১২নং মিঠিপুর), মোঃ আমিনুল ইসলাম ময়নুল (১৩নং রামনাথপুর), মোঃ খাজা মিয়া (১৩নং রামনাথপুর), মোঃ মাহামুদুন্নবী লাবলু (১৩নং রামনাথপুর), মোঃ দুদু মিয়া (১৩নং রামনাথপুর), মোঃ রিপন মিয়া (১৩নং রামনাথপুর), মোঃ অমিত প্রধান (১৪নং চতরা), মোঃ মিজানুর রহমান (১৪নং চতরা), মোঃ দেলোয়ার হোসেন (১৪নং চতরা), মোঃ তারা মিয়া (১৪নং চতরা), মোঃ শামছুল আলম (১৫নং কাবিলপুর), মোঃ হাছেন আলী (পীরগঞ্জ পৌরসভা), মোঃ ঠান্ডা মিয়া (পীরগঞ্জ পৌরসভা), মোঃ মাহতাব মিয়া (পীরগঞ্জ পৌরসভা), মোঃ আজগর আলী (পীরগঞ্জ পৌরসভা), মোঃ নুরু মিয়া (ড্রাইভার) (পীরগঞ্জ পৌরসভা), মোঃ শুকুর আলী (পীরগঞ্জ পৌরসভা) ও মোঃ ফুল মিয়া (পীরগঞ্জ পৌরসভা)।এছাড়াও পদাধিকার বলে অত্র উপজেলা সকল ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অত্র কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। যা ২৭ শে নভেম্বর ২০২২ইং তারিখ থেকে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]