1. [email protected] : Live Rangpur :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

কাহারোলে অতিরিক্ত কৃষি অফিসারকে প্রত্যাহারের দাবিতে সার ও কীটনাশক ব্যবসায়িদের মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৪০৩ Time View
কাহারোলে অতিরিক্ত কৃষি অফিসারকে প্রত্যাহারের দাবিতে সার ও কীটনাশক ব্যবসায়িদের মানববন্ধন
কাহারোলে অতিরিক্ত কৃষি অফিসারকে প্রত্যাহারের দাবিতে সার ও কীটনাশক ব্যবসায়িদের মানববন্ধন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে উপজেলা সার,বীজ,কীটনাশক ব্যবসায়ীদের উপর অন্যায় ভাবে জুলুম,অত্যাচার ও হয়রানি করার প্রতিবাদে উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সেলিনা আফরোজকে এ উপজেলা থেকে অতিলম্বে প্রত্যাহারের দাবিতে গতকাল-১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার বেলা ১২টার সময় উপজেলা সদরে আমতলা মোড়ে উপজেলা সার, বীজ, কীটনাশক ব্যবসায়ীদের ঘন্টা ব্যাপী এক মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন। মানব বন্ধন কর্মসূচী কাহারোল উপজেলা রাসায়নিক সার, বীজ, কীটনাশক ডিলার ও খুচরা বিক্রেতা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মানব বন্ধন চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মোনায়েম হোসেন,সাধারণ সম্পাদক প্রভাষক পুলিন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ আনছারুল ইসলাম, ৪ নং তাড়গাঁও ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ রাসেল, ১ নং ডাবোর ইউনিয়নের সভাপতি মহেশ চন্দ্র রায়, ২নং রসুলপুর ইউনিয়ন এর সভাপতি রেজাউল করিম সহ বিভিন্ন সার ও কীটনাশক ব্যবসায়ীরা বক্তৃতা করেন। মানববন্ধন বক্তারা দাবি জানিয়ে বলেছেন,আগামী সাত দিনের মধ্যে উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সেলিনা আফরোজাকে অত্র উপজেলা থেকে প্রত্যাহার না করা হলে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি ও কঠোর নুতন কর্মসূচি দেওয়া হবে বলে মানববন্ধনের মাধ্যেমে জানানো হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মো: সাদেকের হাতে ব্যবসায়ীরা স্মারক লিপি প্রদান করেন । স্মারক লিপি প্রদান কালে উপস্থিত সার ও কীটনাশক ব্যবসায়ীদেরকে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান বলেন, ব্যবসায়ীদের স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপির বিষয়টি পরবর্তিতে এই নিয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সংগে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।অপর দিকে উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ আবু জাফর মোঃ সাদেক বলেন আমিও স্মারক লিপি পেয়েছি এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের সঙ্গে আলোচনা করব। জেলা থেকে যে নির্দেশনা দেওয়া হবে সেই বিষয়ে কাজ করব বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]