1. [email protected] : Live Rangpur :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার

  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৬০ Time View
সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার
সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার

সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার

কালের কণ্ঠ শুভসংঘের সাইবার নিরাপত্তা বিষয়ক

সেমিনারে আলোচকরা বলেন, চলমান

সময়ের অগ্রগতির ধারার সাথে যুক্ত থাকতে হলে

অন্তর্জালের দুনিয়ায় চলা শিখতে হবে, তবে

নিজেকে নিরাপদ রাখার কৌশল না জানলে পদে

পদে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে।

বিশেষ করে নারীদের আরও বেশি জানতে ও শিখতে হবে।

কেন্দ্রীয় শুভসংঘের সহযোগিতায়

গত রবিবার দিনভর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা

মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে

উপজেলা শুভসংঘের এই সেমিনার আয়োজিত হয়।

এ সেমিনারে ওই প্রতিষ্ঠানের তিন

শতাধিক শিক্ষার্থী ছাড়াও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী,

শিক্ষক, সমাজকর্মী ও সাংবাদিকরা

উপস্থিত ছিলেন।শুভসংঘের সভাপতি তাহমিদ

চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকের

প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও

শিক্ষা) মো. সাদেকুর রহমান, উপজেলা

চেয়ারম্যান ও শুভসংঘের প্রধান উপদেষ্টা মো.

আবদুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলার

নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, স্থানীয়

সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বসির আহম্মেদ,

মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীব

প্রিন্স, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুলাল চৌধুরী,

উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক হুমায়ুন

আহমেদ বিপ্লব, সঙ্গীত শিল্পী ও সংগঠক তনু রায়

এবং কালের কণ্ঠের জেলা প্রতিনিধি

অমিতাভ দাশ হিমুন। এর আগে শাহজালাল বিজ্ঞান

ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার

সায়েন্স অ্যান্ড  ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের

শিক্ষার্থী শুভংকর রায় সেমিনারের

প্রতিপাদ্য বিষয় নিয়ে তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে

আলোচনা করেন। এসময় তিনি নারী

শিক্ষার্থীদের প্রশ্নেরও উত্তর দেন। সেমিনারে

ইউএনও মো. আরিফ হোসেন বলেন, কালের

কণ্ঠ শুভসংঘের এই আয়োজন সময়োপযোগী।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বেশিরভাগ

ক্ষেত্রে সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন নারীরা।

তিনি সেমিনারে অংশগ্রহণকারী নারী

শিক্ষার্থীদের সঠিকভাবে জেনে মেইল,

সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেঞ্জার,

হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারসহ সবকিছু

ব্যবহারের পরামর্শ দেন।উপজেলা চেয়ারম্যান

আবদুল লতিফ প্রধান জানান, শুভসংঘের

কর্মকাণ্ডে তিনি মুগ্ধ। দুর্যোগে-দুঃসময়ে বসুন্ধরা

গ্রুপের খাদ্য ও বিভিন্ন সহায়তা নিয়ে তারা

যেভাবে জেলার মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা

প্রশংসনীয়। পাশাপাশি শিক্ষা সংস্কৃতি ক্ষেত্রেও

তাদের অবদান তিনি খুব কাছ থেকে দেখেছেন

বিষয়ক সম্পাদক জয় কুমার দাস,

পলাশবাড়ি উপজেলা শুভসংঘের  সভাপতি নাহিদ

হাসানসহ অন্যরা। প্রকৌশল সহযোগিতা করেন

এ জে শাওন। সাইবার নিরাপত্তা বিষয়ক

সেমিনার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]