রংপুর , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় এমপি প্রার্থী সামুর লিফলেট বিতরণ ও গণসংযোগ রংপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ টেবিল টেনিস দল শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ,মানব বন্ধন ও সমাবেশ হাসপাতালে রেখে যাওয়া শিশুকে উপহার পাঠালেন তারেক রহমান রংপুরে নবায়নযোগ্য জ্বালানি নীতিতে কৃষিবিদ্যুৎ অন্তর্ভূক্তির দাবিতে রংপুরে মানববন্ধন, কৃষি সমাবেশ নগরীর ১৬ নং ওয়ার্ডে রংপুর- ৩ আসনের এমপি প্রার্থী লিফলেট বিতরণ ও গণসংযোগ  ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে যাওয়ায় ক্ষোভ রংপুরে ধানের শীষের গণ মিছিল মহানগর মহিলা দলের নেতৃবৃন্দের সাথে রংপুর -৩ আসনের এমপি প্রার্থী সামসুজ্জামান সামুর নির্বাচনী সভা

আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে: কর্মশালায় বক্তারা

  • Reporter Name
  • প্রকাশিত : ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৬১ বার পাঠ করা হয়েছে

আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে: কর্মশালায় বক্তারা

 

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ হলেও বিদ্যমান আইনের সীমাবদ্ধতা ও দুর্বল বাস্তবায়ন এ লক্ষ্য অর্জনের পথে বড় বাধা বলে মনে করেন বিশেষজ্ঞ ও সাংবাদিকরা। তারা আইন সংশোধন ও কঠোর বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।

রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত “বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন: অগ্রগতি, প্রতিবন্ধকতা ও করণীয়” শীর্ষক দুই দিনব্যাপী সাংবাদিক কর্মশালায় এ মত দেন বক্তারা। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, বর্তমানে দেশে জন্ম নিবন্ধনের হার ৫০ শতাংশ ও মৃত্যু নিবন্ধনের হার ৪৭ শতাংশ, যেখানে বৈশ্বিক গড় যথাক্রমে ৭৭ ও ৭৪ শতাংশ। বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভোটাধিকার, উত্তরাধিকার ও সামাজিক সুরক্ষার মতো মৌলিক অধিকার নিশ্চিত করে। অন্যদিকে নিবন্ধন না থাকলে শিশুশ্রম, বাল্যবিবাহ ও পরিচয়হীন নাগরিকত্বের ঝুঁকি বাড়ে।

বক্তারা আরও জানান, বর্তমান আইনে নিবন্ধনের দায়িত্ব পরিবারকে দেওয়া হলেও দেশের প্রায় ৬৭ শতাংশ শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে জন্ম নেয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো হাসপাতালকে নিবন্ধনের দায়িত্ব দেওয়ায় তারা প্রায় শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে সক্ষম হয়েছে। তাই বাংলাদেশেরও উচিত হবে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইনগতভাবে এই দায়িত্ব দেওয়া।

About Author Information

জনপ্রিয়

নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় এমপি প্রার্থী সামুর লিফলেট বিতরণ ও গণসংযোগ

আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে: কর্মশালায় বক্তারা

প্রকাশিত : ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ হলেও বিদ্যমান আইনের সীমাবদ্ধতা ও দুর্বল বাস্তবায়ন এ লক্ষ্য অর্জনের পথে বড় বাধা বলে মনে করেন বিশেষজ্ঞ ও সাংবাদিকরা। তারা আইন সংশোধন ও কঠোর বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।

রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত “বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন: অগ্রগতি, প্রতিবন্ধকতা ও করণীয়” শীর্ষক দুই দিনব্যাপী সাংবাদিক কর্মশালায় এ মত দেন বক্তারা। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, বর্তমানে দেশে জন্ম নিবন্ধনের হার ৫০ শতাংশ ও মৃত্যু নিবন্ধনের হার ৪৭ শতাংশ, যেখানে বৈশ্বিক গড় যথাক্রমে ৭৭ ও ৭৪ শতাংশ। বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভোটাধিকার, উত্তরাধিকার ও সামাজিক সুরক্ষার মতো মৌলিক অধিকার নিশ্চিত করে। অন্যদিকে নিবন্ধন না থাকলে শিশুশ্রম, বাল্যবিবাহ ও পরিচয়হীন নাগরিকত্বের ঝুঁকি বাড়ে।

বক্তারা আরও জানান, বর্তমান আইনে নিবন্ধনের দায়িত্ব পরিবারকে দেওয়া হলেও দেশের প্রায় ৬৭ শতাংশ শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে জন্ম নেয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো হাসপাতালকে নিবন্ধনের দায়িত্ব দেওয়ায় তারা প্রায় শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে সক্ষম হয়েছে। তাই বাংলাদেশেরও উচিত হবে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইনগতভাবে এই দায়িত্ব দেওয়া।