রংপুর প্রতিনিধি ॥
রংপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ৪৫ মিনিটে রংপুর জেলার গংগাচড়া উপজেলার ৫নং লক্ষীটারী ইউনিয়নের বালারঘাট বাজার থেকে গংগাচড়া বাজারগামী পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, রংপুর জেলা ডিবির এসআই ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত যানবাহন তল্লাশি করছিলেন। এ সময় কালীগঞ্জের দিক থেকে আসা একটি অটোবাইক থামানো হলে এক যাত্রী ট্রাভেল ব্যাগ হাতে নিয়ে দ্রুত নেমে খাড়ারভাজ ব্রিজের দিকে দৌড় দেন। তার সন্দেহজনক আচরণ দেখে পুলিশ তাকে আটক করে।
পরে তার বহন করা নেভি ব্লু রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো একটি পোটলা থেকে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।আটক ব্যক্তির নাম মোঃ সিরাজুল ইসলাম (৪০), পিতা-মৃত মোকসেদ আলী, মাতা-মোছাঃ সিরাজুম, সাং–লক্ষীকলা, সোনারপাড়া, ডাক–দেউলি, থানা–শিবগঞ্জ, জেলা–বগুড়া।
এসআই ভূষণ চন্দ্র বর্মন জানান, আটককৃত ব্যক্তি ও জব্দ করা গাঁজা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গংগাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Reporter Name 



















