রংপুর প্রতিনিধি:
রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজার খাড়ার ব্রীজ সংলগ্ন পাকা রাস্তায় এ অভিযান চালানো হয়।
জেলা ডিবি’র এসআই অমিত পার্থ সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। এ সময় কালীগঞ্জের দিক থেকে আসা একটি রেজিস্ট্রেশনবিহীন থ্রি-হুইলার গাড়িকে থামার সংকেত দিলে চালক দ্রুত গাড়িটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটির চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
পলাতক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে গঙ্গাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Reporter Name 




















