রংপুর নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের বড়ময়দান ঘাঘট নদীর উপর কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়ে যাতায়াত করতেন দামোদারপুর, পশ্চিম গোকুলপুর ও শালবন এলাকার কয়েক হাজার মানুষ। দীর্ঘদিনের সেই দুর্ভোগ অবসানের পথে। সোমবার (তারিখ) বিকেলে দামোদারপুর মাঠে ঘাঘট ব্রিজ পুননির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বড়ময়দান ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আব্দুর রশিদ মাস্টারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, "সিটি কর্পোরেশনের আওতায় এলেও এলাকাবাসী এতদিন কাঠের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেছে। পাকা ব্রিজ নির্মাণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।"
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ব্রিজ নির্মাণ কাজের ঢালাই কার্যক্রমের শুভ সূচনা করেন। এলাকাবাসীর আশা, এই ব্রিজ নির্মাণ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা হবে আরও স্বচ্ছল ও নিরাপদ।