জীবন এক কঠিন লড়াইয়ের নাম। সেই লড়াইয়ে এখন একাই যুদ্ধ করছে এক তরুণ—বাঁধন। সংস্কৃতিমনা, সদা প্রাণবন্ত এই যুবক আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।বাঁধন—আনোয়ার হোসেনের প্রথম পুত্র, রংপুর শিশু নিকেতনের ২০১৩ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করা একজন মেধাবী ছাত্র। দুর্ভাগ্যজনকভাবে, বাঁধন আক্রান্ত হয়েছে বিরল ও প্রাণঘাতী জিবিএস ভাইরাসে। যা এখন তার মস্তিষ্কের একাংশকে প্যারালাইজড করে দিয়েছে। বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন বাঁধন। চিকিৎসকরা জানিয়েছেন, বাঁধনের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে ৮টি বিশেষ ইনজেকশন দিতে হবে। প্রতিটি ইনজেকশনের মূল্য প্রায় এক লাখ ১৮ হাজার টাকা। যা বাঁধনের পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।এখনই প্রয়োজন আমাদের সবার একসাথে এগিয়ে আসা। একজন প্রতিভাবান, সংস্কৃতিপ্রেমী তরুণকে আবার হাঁটতে, বাঁচতে সাহায্য করার সুযোগ আমাদের সামনে।আর্থিক সহায়তা পাঠানো যাবে বাঁধনের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে:
অ্যাকাউন্ট নাম্বার: ০২০০০২৩৫৬৯৮৪৫
ব্যাংক: অগ্রণী ব্যাংক, সেন্ট্রাল রোড শাখা, রংপুর।
কিংবা বিকাশ করতে পারেন বাঁধনের ছোট ভাইয়ের নম্বরে: ০১৭৫১৩৫১৫৭০
আসুন, আমরা মানুষ হই। বাঁধনের পাশে দাঁড়াই। আপনার ছোট্ট সহায়তা ফিরিয়ে দিতে পারে একটি জীবন, একটি ভবিষ্যৎ।