মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রংপুরে র‍্যালি ও আলোচনা সভা

মাহফুজ আলম প্রিন্স

১ মে ২০২৫, দুপুর ১১:২৯ সময়
Share Tweet Pin it
[মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রংপুরে র‍্যালি ও আলোচনা সভা]

 

রংপুর প্রতিনিধি:

সারাদেশের ন্যায় রংপুরেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়।

র‍্যালিটি সকাল ১০টায় শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিক-মালিক সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবছরের মতো এবছরও দিবসটি উদযাপনের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন আয়োজকরা।