জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

২৮ এপ্রিল ২০২৫, দুপুর ১১:৪২ সময়
Share Tweet Pin it
[জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত]

জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে রংপুরে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহে র‍্যালি বের হয়, যা আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

"দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিতে সরকারি কর্মকর্তা, বিচারক, আইনজীবী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে আদালত ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফজলে খোদা মোঃ নাজির, চেয়ারম্যান, জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি ও সিনিয়র জেলা ও দায়রা জজ, রংপুর। সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি), জেলা লিগ্যাল এইড অফিসার, রংপুর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অক্ষম, নির্যাতিত ও প্রান্তিক জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। এ উদ্যোগের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্বন্দ্ব নিরসন এবং সামাজিক শান্তি বজায় রাখতে সহায়তা করছে। বক্তারা আইনি সহায়তার পাশাপাশি মানবিক উদ্যোগ যেমন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিচারক, আইনজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকরা জানান, রক্তের অভাবে যেন কোনো প্রাণ ঝরে না যায়, এ চিন্তা থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে জাতীয় আইন সহায়তা পরিষেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্রও বিতরণ করা হয়।