রংপুরের উন্নয়নের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

২৮ এপ্রিল ২০২৫, দুপুর ১:৪৪ সময়
Share Tweet Pin it
[রংপুরের উন্নয়নের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত]

রংপুরের উন্নয়নের জন্য ঘোষিত ১৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে 'সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্ম'। মঙ্গলবার সকাল ১০টায় রংপুর শহরের কাচারী বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, রংপুর দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শিল্পায়নসহ নানা ক্ষেত্রে উন্নয়নের জন্য ১৮ দফা দাবি বাস্তবায়ন জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্মের নেতারা বলেন, “রংপুরের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে অবিলম্বে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। এটি শুধু রংপুর নয়, সমগ্র উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

কর্মসূচিতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। পরে তারা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন।