কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এ্যাম্বুলেন্স নীতিমালা বাস্তবায়ন ও ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে রংপুরে এ্যাম্বুলেন্স র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রংপুর জেলা ও মহানগর অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির উদ্যোগে একটি এ্যাম্বুলেন্স র্যালি নগরীর গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পথসভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম তারেক,জেলা সম্পাদক মহিদুল ইসলামসহ অন্যারা। আগামী ১২ই এপ্রিলের মধ্যে তাদের দাবিদাওয়া না মানা হলে সারাদেশে অনিদ্রিষ্টকালের জন্য এ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দেয় নেতৃবৃন্দ।