রংপুরে কৃষক সমাবেশঃ উত্তরের ১৬ জেলায় লং মার্চ

মাহফুজ আলম প্রিন্স,রংপুর।

৬ এপ্রিল ২০২৫, বিকাল ৫:০ সময়
Share Tweet Pin it
[রংপুরে কৃষক সমাবেশঃ উত্তরের ১৬ জেলায় লং মার্চ]

যে কৃষক যোগায় ক্ষুধায় অন্ন,সে কৃষক আজ কেন বিপন্ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ রংপুর জেলা শাখার কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগরীর একটি কমিনিউটি সেন্টারে রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে আলোচনা সভায় জেলা শাখা সভাপতি মনিরুজ্জামান তালুকদার মনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার চোখ এর চেয়ারম্যান আলহাজ্ব তানভীর হোসেন আশরাফি। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম মাসুম।সভায় বিশেষ অতিথি ছিলেন,মামুদুর রহমান,সভাপতি কুড়িগ্রাম কৃষক ঐক্য পরিষদ,আইয়ুব আলী যুগ্ম সাধারণ সম্পাদক শেরপুর জেলা কৃষক ঐক্য পরিষদ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি তানভীর হোসেন আশরাফি বলেন,কৃষক বাচলে দেশ বাঁচবে আর দেশ বাচলে আমরা সবাই বাচবো।তিনি বলেন কৃষিকাজের জন্য এখন চাই অত্যাধুনিক প্রযুক্তি। তাই আমকঈ আওয়াজ তুলি।

এসময় প্রধানবক্তা মাকসুদ আলম মাসুদ বলেন কৃষকের পাশে এসে আমরা সবাই দাড়াই।তিনি বলেন উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য নিশ্চিত করা, বীজ সার কিটনাশক সিন্ডিকেট মুক্ত করা,প্রতিটি জেলাতে কোলেষ্টোরেজ ব্যবস্থা করা,ক্ষতিগ্রস্থ কৃষকের ঋণ সুবিধা প্রদান ছাড়াও বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন কৃষকদের মাঝে। এসময় তিনি কৃষক ঐক্য পরিষদের ডাকে আগামী ১৭ই এপ্রিল উত্তরবঙ্গের ১৬ জেলার কৃষকদের নিয়ে লং মার্চের ঘোষণা দেন এবং লং মার্চ সফল করার জন্য সকল জেলার নেতাকর্মীদের উদার্ত  আহবান জানান।