রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উদযাপন
দিনব্যাপি নানা আয়োজনের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী সরকারী বিদ্যাপীঠ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র এসোসিয়েনের উদ্যোগে একটি শোভাযাত্রা পায়রা চত্বর হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ প্রাঙ্গন এসে শেষ হয়।এসময় র্যালিতে কলেজ অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমানইঞ্জিনিয়ার মো. আসাদুল্লাহ গালিব প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ,ইঞ্জিঃ কামরুল ইসলামসহ ইলেক্ট্রিক্যাল,মেকানিক্যাল,পাওয়ার ও কম্পিউটার বিভাগের প্রায় দুই হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।