রংপুরে অপহরণের ৪ ঘন্টার মধ্যে চার শিশু উদ্ধার গ্রেফতার এক নারী

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

২৯ মার্চ ২০২৫, রাত ১:২৪ সময়
Share Tweet Pin it
[রংপুরে অপহরণের ৪ ঘন্টার মধ্যে চার শিশু উদ্ধার গ্রেফতার এক নারী]

রংপুরে রিক্সাচালকের যোগসাজসে অভিনব কায়দায় শিশু অপহরনের ঘটনায় এক নারী অপহরণকারীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার রাতে রংপুর রেলওয়ে স্টেশন থেকে ঐ নারীকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ এসে চার শিশুকে উদ্ধার ও অহপহরনকারী নারী কে গ্রেফতার করে রেলওয়ে জিআরপি ব্যারাকে নিলে স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করে।স্থানীয়দের দাবি প্রকাশ্যে বিচার করতে হবে অপহরনকারীর। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যৌথ বাহিনীর নিরাপত্তায় ঐ নারীকে মেট্রো কোতয়ালী থানায় প্রেরণ করে।এঘটনায় সত্যতা স্বীকার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান,মামলাটি তদন্তাধীন আছে অনুসন্ধানও অব্যাহত রয়েছে। এর পিছনে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি----