রংপুরে স্বর্ণনারীর আদিবাসীসহ ২১৮ জন মাকে মানবিক সহায়তা

রঞ্জিত দাস

২০ মার্চ ২০২৫, বিকাল ৭:১৭ সময়
Share Tweet Pin it
[রংপুরে স্বর্ণনারীর আদিবাসীসহ ২১৮ জন মাকে মানবিক সহায়তা]

নগরীর ৩৩ নং ওয়ার্ড ধর্মদাসপূর আদিবাসী কুঠিপাড়া স্কুল মাঠে মানবতার কল্যাণে কাজ করে যাওয়া রংপুরের স্বর্ণনারী এ্যাসোসিয়েশন এর আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে পবিত্র রমজান উপলক্ষে  আজ তৃতীয় দিনে ষাটোর্ধ ৩০ জন সহ মোট ২১৮ জন বয়স্ক দুস্থ মাকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। সেই সাথে ধর্মদাসপূর আদিবাসী কুঠিপাড়া স্কুলের সকল মুসলিম শিক্ষার্থীকে (১২ জন) ইদ উপলক্ষে নতুন পোশাক দেওয়া হয় শিক্ষার্থী ও বয়স্ক মায়েদের মাঝে মানবিক সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন স্বর্ণনারী এ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা, সাধারণ সম্পাদক মাহফুজা হাসনাত ডায়না ও নির্বাহী সদস্য মোর্শেদা বেগম।
গত দুই দিনে বিতরণে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি নাজমুন নাহার দীনা, সদস্যদের মধ্যে ছিলেন, ডাঃ ফ্লোরা শাহীন আক্তার, ডা: সমর্পিতা ঘোষ তানিয়া, জাহানারা বেগম, হাসনীন আক্তার এ্যানী, শামসেয়ার বিলকিস, সামসুন নাহার, শিরীনা বেগম, কানিজ ফাতেমা। উল্লেখ্য স্বর্ণনারী এ্যাসোসিয়েশন নিজস্ব অর্থায়ন ও শুভানুধ্যায়ীদের সহায়তায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের উন্নয়ন, নারী-বান্ধব পরিবেশ সৃষ্টি এবং জেন্ডার উন্নয়নে কাজ করে আসছে। ২০২০ সাল থেকে রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সংগঠনের তালিকাভুক্ত দুস্থ মায়েদের মাঝে ঈদ, পূজা ও বিভিন্ন বিশেষ সময়ে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ সহ নানাবিধ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ ও ১৯ মার্চ ২০২৫ এ (মঙ্গলবার ও বুধবার) রঙ্গপুর সাহিত্য পরিষদে ১৮৮ জন মাকে এবং ২০ মার্চে ধর্মদাসপূর কুঠিপাড়া আদিবাসী স্কুল চত্বরে ৩০ জন মায়ের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত দুই দিন সহ মোট ২১৮ জন দুস্থ বয়স্ক মায়েী মাঝে খাদ্য সামগ্রী করা হয়েছে। 
প্রত্যেক মায়ের জন্য উপকরণ হিসেবে ছিলোঃ
১। চাল – ৫ কেজি পোলাও চাল – ২ কেজি
চিড়া – ১ কেজি চিনি – আধা কেজি লবণ – ১ কেজি সয়াবিন তেল – আধা লিটার ছোলা – ১ কেজি মুগ ডাল – ১ কেজি কুলসুম সেমাই – ১ প্যাকেট গুড়ো দুধ – ১০০ গ্রাম সাবান – ২টি (লাক্স ও বল সাবান)।