সার্জিক্যালস ব্যবসায়ী সমিতি রংপুরের কমিটি গঠন

২০ মার্চ ২০২৫, রাত ১০:১৪ সময়
Share Tweet Pin it
[সার্জিক্যালস ব্যবসায়ী সমিতি রংপুরের কমিটি গঠন]

মো.মাসুদ রানা (রানা মাসুদ) (উত্তরা সার্জিক্যালস)কে সভাপতি ও মো. বাবুল সরকার ( রংপুর সার্জিক্যালস)কে সাধারণ সম্পাদক মনোনীত করে সার্জিক্যালস ব্যবসায়ী সমিতি, রংপুর গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে শহরের স্কাই লন হোটেলে প্রস্ততি কমিটির আহ্বায়ক বাবুল সরকারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্য অন্তর্ভুক্তির পূর্ব ঘোষণা অনুযায়ী অন্তর্ভুক্ত সদস্যদের আলোচনা এবং প্রস্তাবনার প্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টারা হলেন, রংপুর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের এবং কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহসভাপতি জনাব খন্দকার মারুফ ইলাহী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু (ঢাকা সার্জিক্যালস) ও আলহাজ আবু তাহের (তাহের সার্জিক্যালস এন্ড ফার্মা), সহ সাধারণ সম্পাদক মো. আলম হোসেন (আকিব সার্জিক্যালস), সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন(মেরী সার্জিক্যালস), কোষাধ্যক্ষ মো.আরিফুল ইসলাম প্রধান ( প্রধান সার্জিক্যালস) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, মো. জিল্লুর রহমান ( জিনিয়াস সার্জিক্যালস ) ও মো. আবদুল মালেক খান (রংপুর ফার্মা এন্ড সার্জিক্যালস)।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে অত্র কমিটির সদস্য হতে হলে সংশ্লিষ্ট সার্জিক্যালস ব্যবসায়ীকে অবশ্যই ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স এবং আয়কর সনদধারী হতে হবে। কমিটির নেতৃবৃন্দ পরে এই সংগঠনে রংপুর জেলার অন্তর্গত সার্জিক্যালস ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করবেন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
পরে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।