রংপুরে জুলাই অভ্যুত্থানের প্রকাশনা ‘ছত্রিশ’- এর মোড়ক উন্মোচন

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

১৮ মার্চ ২০২৫, বিকাল ৫:৩০ সময়
Share Tweet Pin it
[রংপুরে জুলাই অভ্যুত্থানের প্রকাশনা ‘ছত্রিশ’- এর মোড়ক উন্মোচন]

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গৌরবোজ্জল ইতিহাসকে লিখিতরূপে ছাত্র-জনতার কাছে পৌঁছে দিতে ১৮ মার্চ ’২৫, মঙ্গলবার, ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে ‘জুলাই স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন’ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন   শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুন, শহীদ তাহির জামান প্রিয়'র মা সামসি আরা জামান,  বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা বেগম, ‘কালের কন্ঠ’ রংপুরের জেলা ফটো সাংবাদিক গোলজার রহমান আদর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকা ‘সাইরেন’- এর উপদেষ্টা সালমান সিদ্দিকী, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক যুগেশ ত্রিপুরা। এ ছাড়াও বক্তব্য রাখেন অপরাজিত-২৪ এর উপদেষ্টা সাজু বাসফোর, সদস্য সচিব জয়, যুগ্ম আহ্বায়ক ওয়াসিব আহম্মেদ, সদস্য প্রণয় মহন্ত প্রমুখ।

 উপস্থিত বক্তারা বলেন, এই প্রকাশনায় জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাঈদ, প্রিয়সহ আরও শহীদ এবং সাহসী মানুষের লড়াই-সংগ্রামকে লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্য দিয়ে ইতিহাস রক্ষা এবং পরবর্তী প্রজন্মকে লড়াইয়ের ইতিহাস জানানোর চেষ্টা করা হয়েছে। ইতিহাস সংরক্ষণ করে রাখা খুবই গুরুত্বপূর্ণ কাজ।
আমরা দাবি জানাই, জুলাই গণহত্যার দ্রুত বিচার করতে হবে। হত্যা মামলায় যেন কোন হয়রানি, মামলা বাণিজ্য না হয় তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্ব দিতে হবে। আহতদের চিকিৎসা এবং পূনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে  বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, দূর্নীতমুক্ত সুন্দর সমাজের যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা বাস্তবায়নে এখনও তরুণ-যুবকদের কাজ করতে হবে। পাহাড় থেকে সমতলে প্রতিটি নাগরিক যেন তার অধিকার নিয়ে বাঁচে, কৃষক -শ্রমিকরা যেন তাদের শ্রমের ন্যায্যমূল্য ও মর্যাদা পায়– এর জন্য আমাদের কাজ করতে হবে।
সাম্প্রতিক সময়ে নারী-শিশু ধর্ষণ -নিপীড়নের বহু ঘটনা ঘটেছে। এসবের বিরুদ্ধে রাষ্ট্রকে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা দেখলাম ধর্ষণ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা- মামলার ঘটনা ঘটেছে। মব সন্ত্রাস-সাম্প্রদায়িক উন্মাদনা বাড়ছে– যা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী কাজ।
আবু সাঈদ, তাহির জামান প্রিয়সহ অসংখ্য শহীদদের চেতনায় আমরা বৈষম্যহীন- গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলায় অঙ্গিকারাবদ্ধ।
পরিশেষে, গণঅভ্যুত্থানের স্মরণে পত্রিকা ‘ছত্রিশ’ প্রকাশে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।