গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ মার্চ ২০২৫, রাত ১০:২৬ সময়
Share Tweet Pin it
[গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত]

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাগরণী চক্র ফাউন্ডেশন, গ্রাম বিকাশ কেন্দ্র, ইউএসডিও, ব্রাক-আইডিপি‘র সহযোগিতায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার। এসময় উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসনিম খুসবি সরকারের সঞ্চালনায়  সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশার, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রশান্ত কুমার পরামানিক, গ্রাম বিকাশ কেন্দ্র গঙ্গাচড়ার টেকনিক্যাল কর্মকর্তা জিয়াউর রহমান, জাগরণী চক্র ফাউন্ডেশনের মর্যাদা প্রকল্পের মাহফূজা খাতুনসহ উপজেলায় কর্মরত কর্মকর্তা, এনজিও কর্মী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সচেতন নারী নেত্রী ও শুধীজন উপস্থিত ছিলেন।