যুবককে অপহরণ করে সমকামের ভিডিও ধারণ, গ্রেপ্তার ৪

৭ মার্চ ২০২৫, বিকাল ৭:২২ সময়
Share Tweet Pin it
[যুবককে অপহরণ করে সমকামের ভিডিও ধারণ, গ্রেপ্তার ৪]

রংপুরে এক যুবককে অপহরণের পর সমকামে বাধ্য করে ভিডিও ধারণ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গতকাল দুপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন– শুভ (১৮), নাইম (১৯), জিহাদ (১৮) ও কাদের (১৮)। তাদের বিরুদ্ধে আজ বিকেলে কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী যুবক।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৩ মার্চ) রাতে রংপুর নগরীর সিটি বাজার এলাকা থেকে স্থানীয় কিশোর গ্যাং ও দুর্বৃত্তের একটি দল ২৫ বছরের ওই যুবককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তারা মোবাইল ফোন ও ঘড়ি ছিনিয়ে নেওয়ার পর মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে।

ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা স্বজনের সঙ্গে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকাও নেয়। পুরো মুক্তিপণ না পাওয়ায় নাইম ও জিহাদ ভুক্তভোগীকে সমকামিতায় বাধ্য করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে। পরে তারা হুমকি দেয়, বাকি টাকা না পেলে ভিডিওটি অনলাইনে ছেড়ে দেওয়া হবে। এর কিছুক্ষণ পর ভুক্তভোগীকে ছেড়ে দেয় দলটি।

পরে থানা পুলিশ ও সেনাক্যাম্পে অভিযোগ করেন ভুক্তভোগী যুবক। এর পরিপ্রেক্ষিতে ৩০ ইস্টবেঙ্গল রেজিমেন্টের মেজর রেফায়েত ওসমানের নেতৃত্বে সেনা ও পুলিশের একটি যৌথ দল ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ পরিচালনা করে নগরীর জুম্মাপাড়া সুইপার কলোনি এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।