গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উপজেলা শাখার 'তাক্বওয়া অর্জনে সিয়াম ও দারিদ্র বিমোচনে যাকাত শীর্ষক'
আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ এনামুল হক। প্রধান আলোচক ছিলেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলার সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মাদ আব্দুল গণি।
উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ রোকনউজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নায়েবুজ্জামান, নায়েবে আমীর তাজ উদ্দিন, সেক্রেটারি সাইফুল ইসলাম। বিশেষ আলোচক উপজেলা ওলামা বিভাগের সহসভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা অলিউল্লাহ। এছাড়াও ওলামা বিভাগের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।