নীলফামারীতে দুই ইটভাটা কে গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

৭ মার্চ ২০২৫, রাত ৯:৫৮ সময়
Share Tweet Pin it
[নীলফামারীতে দুই ইটভাটা কে গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর]

নীলফামারীতে মেসার্স বি ও বি ব্রিকস ইটভাটাটিকে জরিমানা ও মেসার্স বি আর বি ব্রিকস ইটভাটাকে কে গুড়িয়ে দিলো নীলফামারী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

৭ই মার্চ ২০২৫ জেলা প্রশাসন, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার সদর উপজেলার গোড়গ্রাম এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটাসমূহের বন্ধের মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময়ে অধিকাংশ ইটভাটার কার্যক্রম বন্ধ পাওয়া গেলেও আলহাজ্ব অকছেদ আলী শেখ এর মালিকানাধীন মেসার্স বি ও বি ব্রিকস নামক ইটভাটাটিকে মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর নির্দেশ অমান্য করে পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(৩) ধারা লংঘনের দায়ে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এছাড়া মোঃ রাজু ও মোঃ বাবুল এর মালিকানাধীন মেসার্স বি আর বি ব্রিকস নামক ইটভাটাটি মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ অনুসারে চিমনি স্কেভেটের দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। উক্ত অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন বলেন,এ সময়ে সদর, নীলফামারী পুলিশ বিভাগ এবং সদর, নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস-এর একদল সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।