ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাংচুর ও বন্ধের প্রতিবাদে রংপুরে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে ইট প্রস্ততকারী মালিক সমিতি। কেন্দ্রীয় সিধান্ত অনুযায়ী দুপুরে রংপুরের আট উপজেলার ইট ভাটার শ্রমিক মালিক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে নগরীতে বিক্ষোভ মিছিল করে।পরে ডিসি অফিস ঘেরাও প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন।এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। তাদের দাবি আইন অমান্যকারীদের দেশের চলমান আইন অনুযায়ী ব্যবস্থা না নিয়ে সন্ত্রাসী হামলার মত তান্ডব চালিয়ে ইট ভাটা ভাংচুর লুটপাট বন্ধের আহবান জানান অন্যথায় দেশব্যাপী লাগাতার আন্দোলন শুরুর ঘোষনা দেন নেতৃবৃন্দরা।