বাংলাদেশ বেতারের তালিকাভুক্তি গীতিকার হলেন সাংবাদিক জীবন

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

৫ মার্চ ২০২৫, দুপুর ৩:৪০ সময়
Share Tweet Pin it
[বাংলাদেশ বেতারের তালিকাভুক্তি গীতিকার হলেন সাংবাদিক জীবন]

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ছড়াকার ও সংগঠক সাংবাদিক রেজাউল করিম জীবন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বেতার রংপুরে হলরুমে এক প্রচারস্বত্ব চুক্তির সাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে গীতিকার হিসেবে অভিনন্দনপত্র তুলে দেয়া হয় তাকে। রেজাউল করিম জীবন আধুনিক গানের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তিনি পেশাগত জীবনে সাংবাদিক হিসেবে দৈনিক বায়ান্নর আলোয় ও ঢাকা মেইল এ রংপুরে কর্মরত এবং সিটি প্রেসক্লাব রংপুরের কোষাধ্যক্ষ। এছাড়াও তিনি সাহিত্য সংগঠনের ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক ও মৌচাক এর সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। ইতিমধ্যে গীতিকার হিসেবে রেজাউল করিম জীবনের অনেক গান জনপ্রিয়তা পেয়েছে। 
 
এদিকে প্রচারস্বত্ব চুক্তি সাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের উপ-আঞ্চলিক পরিচালক রাশেদ খান, সহকারী পরিচালক (অনুষ্ঠান) আব্দুল্লাহ আল নাহিয়ান, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ছড়াকার ও গীতিকার এস এম খলিল বাবুসহ অন্যান্য গীতিকারগণ। এবারে আধুনিক গান, ভাওয়াইয়া, পল্লীগীতি, বাউল গানের জন্য রংপুর অঞ্চলের ২৭ জন গীতিকার হিসেবে তালিকাভুক্তি হয়েছে। 
 
অন্যদিকে নতুন করে বাংলাদেশ বেতার রংপুরে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হওয়ায় নবাগত গীতিকারদের অভিনন্দন জানিয়েছেন গীতিকবি সংসদ রংপুরের সভাপতি এস এম খলিল বাবু ও সাধারণ সম্পাদক সুনীল রায়সহ অন্যান্য সদস্যবৃন্দ।