সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ ও পীরগাছার নাগদাহ গ্রামবাসীর উপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে রংপুরের জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মানববন্ধন স্বারকলিপি প্রদান করেছে স্থানীয়রা।দুপুরে নগরীর কাচারী বাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুসলিম উম্মাহর আয়োজনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বক্তরা পীরগাছার নাগদাহ গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানান এবং হামলার শিকার স্থানীয় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন তারা।