টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে টিসিএ’র সদস্য ও একুশে টিভির ভিডিও জার্নালিস্ট আলী হায়দার রনিকে আহ্বায়ক, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ফুয়াদ হাসানকে সদস্য সচিব ও এটিএন নিউজের ভিডিও জার্নালিস্ট মনিরুজ্জামানকে সদস্য করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারী রাতে সুমি কমিউনিটি সেন্টারে টিসিএ, রংপুরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সকল সদস্যের উপস্থিতিতে কমিটির মেয়াদ পূর্তি হওয়ায় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। টিসিএ, রংপুরের নির্বাচন অনুষ্ঠানে দ্রুত নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের তফশীল ঘোষণার কথা জানিয়েছেন আহ্বায়ক আলী হায়দার রনি।