ইমরোজ ইমু ,রংপুর ঃ পবিত্র রমজানের প্রথম দিনে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে উদ্যোগে ইফতারের দোকানগুলোতে খাবার পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য কর্মচারিদের মাঝে এপ্রোণ, হ্যান্ড গ্লোফস, মাস্ক, মাথার টুপি বিতরণ করা হয়। গতকাল ( ২রা মার্চ) বিকালে নগরীর কাচারী বাজার সহ বিভিন্ন এলাকার ইফতারীর দোকানের কর্মচারীদের এপ্রোণ, হ্যান্ড গ্লোফস, মাস্ক বিতরণ করেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ আকবর আলী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট মোঃ মোজাম্মেল হক ডাম্বেল , রংপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হক মুন্না, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর জোনায়েদ হোসেন রিপন, বিপ্লব, রেজাউল ইসলাম রেজা, সাফিউল হক, সাইফুল ইসলাম প্রমুখ ।