ইমরোজ ইমু ,রংপুর ঃ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে ২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন বিদস উপলক্ষো আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ( ২রা মার্চ) রবিবার দুপুরে রংপুরের স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আমিন উদ্দিন বিএনসির সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাদেক জিহাদী , জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রংপুর মহানগর শাখার সভাপতি সাদেকাুর রহমান , সাধারণ সম্পাদক এবিএম মসিউর রহমান, সহ সার্জেন্ট আতিয়ার রহমান। বক্তারা বলেন, ৭১ এর ২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন করেন ততকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আ স ম আব্দুর রব, জাতীয় স্বীকৃতি হিসেবে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা ও প্রতি বছর দিবস পালন করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাই। অনুষ্ঠানের সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন, বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনে জনগনের শাসন প্রতিষ্ঠায় দেশে ৯টি প্রদেশ, দুই কক্ষ পার্লামেন্ট , অংশীদারিত্বের গণতন্ত্র কায়েম, শ্রেণী ভিত্তিক প্রতিনিধিত্বে এক ব্যাক্তির দুই ভোট পদ্ধতি ও সংবিধান অমূল সংস্কারের দাবি জানাই।