বড়পুকুরিয়া কয়লা খনির মাইন বিস্ফোরন ভূমি ধসের আতঙ্কে মৌপুকুর গ্রাম

১ মার্চ ২০২৫, দুপুর ৩:২৩ সময়
Share Tweet Pin it
[বড়পুকুরিয়া কয়লা খনির মাইন বিস্ফোরন ভূমি ধসের আতঙ্কে মৌপুকুর গ্রাম]

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির মাইন বিস্ফোরনের ফলে সবচেয়ে বেশি ঝুকিতে পড়েছে খনির মুল কুপের ৪০০ মিটার দুরে থাকা মৌপুকুর গ্রামের ১৭টি পরিবার। এরই মধ্যে সব বাড়ীতে দেখা দিয়েছে ফাটল। দ্রæত সময়ের মধ্যে অধিগ্রহনের দাবি গ্রামবাসীর। তদন্ত করে অধিগ্রহন করা হবে বলে জানান খনি কর্তৃপক্ষ।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভিতরে মাইন বিস্ফোরনের কারনে ক্ষতিগ্রস্থ হওয়া গ্রাম গুলো ইতপূর্বে দুই ধাপে অধিগ্রহন করেন কয়লা খনি কতৃপক্ষ। কিন্তু  মুল কুপের ৪০০ মিটারের দুরে থাকা মৌপুকুর গ্রামটি অধিগ্রহন থেকে বাদ পড়ে দুই বারেই। বর্তমানে কয়লা খনির মাইন বিস্ফোরনের কারনে প্রতিনিয়ত কেপে উঠছে গ্রামটি। এরই মধ্যে গ্রামের প্রতিটি বাড়ীতে দেখা দিয়েছে ফাটল। বসবাসের  অযোগ্য এই গ্রামটিতে ঝুকি নিয়ে বসবাস করছে ১৭টি পরিবার। গ্রামবাসী বলছেন খনি কতৃপক্ষ এর আগে কয়েকবার গ্রাম পরিদর্শন করে গেছেন কিন্তু কোন ব্যবস্থা গ্রহন করেন নাই। বর্তমানে ১৪০৬ ফেস গ্রামের নিচ দিয়ে যাওয়ায় ভূমি কম্পনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এতে রাতে বাড়ীতে ঘুমাতে পারিনা। ছেলে,মেয়েদের পড়া লেখা করতে পারে না।  প্রতি মুহুর্তে আতঙ্কে থাকতে হয়। দ্রæত সময়ের মধ্যে গ্রামটি অধিগ্রহনের দাবি জানান গ্রামবাসী।  

বড়পুকুরিয়া কোল মানিং কোম্পানী লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকার বলেন,মৌপুকুর গ্রামটি আমাদের মুল কুপের কাছে হওয়ায় সেখানকার বাড়ী ঘরে ফাটল দেখা দিয়েছে বলে আমি শুনেছি। একটা তদন্ত কমিটি গঠন করে গ্রামটিকে অধিগ্রহনের ব্যবস্থা নেওয়া হবে।a