এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ ৫ দফা দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইন্টার্ন চিকিৎসকরা। একই সাথে সকল সরকারী বেসরকারী মেডিকেল কলেজে কর্মবিরতী পালন করছেন তারা।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রংপুর মেডিকেল মোড়ে অবস্থান সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসুচী পালন করেন। এসময় মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়।
এর আগে রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর মেডিকেল কলেজসহ বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজ ও প্রাইম মেডিকেল কলেজের শত শত ইন্টার্ন ডাক্তার বিক্ষোভ মিছিল বের করে। এরপর তারা মিছিল নিয়ে মেডিকেল মোড়ে রংপুর ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির নেতৃবৃন্দরা।
৫ দফা দাবি আদায়ে সব মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা।