বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ পরিবার ৫০ লাখের বেশী ক্ষতি

২৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৮:৪১ সময়
Share Tweet Pin it
[বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ পরিবার ৫০ লাখের বেশী ক্ষতি]

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ পরিবারের ২৮টি ঘর পুড়ে গেছে এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে অগ্নিকান্ড তাদেরকে পথের ফকির বানিয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানায়বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর বাবুপাড়ায় হিন্দু পল্লীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

সরজমিনে গেলে ক্ষতিগ্রস্তরা জানায়, প্রতিবেশী ধৈর্য নারায়ন রায়ের বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয় ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আগুনে পুড়ে ভুস্মিভূত ১৫ টি পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া কিছুই নাই পুড়ে যায় একটি মোটরসাইকেল, দুইটি বাই সাইকেল, একটি গরু, তিনটি ছাগল, স্বর্ণালংকারআসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, ধান-চাল নগদ অর্থ সহ ঘরের সব পুড়ে গেছে 

শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক ঘটনাস্থল পরিদর্শন কালে বলেন, আগুনের ভয়াবহতায় ১৫টি পরিবার নিঃস্ব হয়ে গেছে তাদের মাথা গোঁজার ঠাঁই বলতে আর কিছুই নাই সমাজের বিত্তবানদেরকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন

উপজেলা প্রকল্প কর্মকর্তা আহসান হাবীব সরকার বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক প্রত্যেক পরিবারকে কম্বল শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে ক্ষতিগ্রস্তের ঘর নির্মানের জন্য তিনি দ্রুত ঢেউটিন অনুদান প্রাপ্তিতে দিনাজপুর জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করেন 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন

 

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, কয়েল থেকে আগুন লেগেছে সার্বিক তদন্ত শেষে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে তবে আনুমান করা হচ্ছে ৫০ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে