বেরোবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৮:৪৩ সময়
Share Tweet Pin it
[বেরোবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত]

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি),  সিলেট এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (২৮, ফেব্রুয়ারি, ২০২৫) সকালেবিইউনিটের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো সারাদেশের ৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছেবিইউনিটে রংপুর অঞ্চলের ২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে হাজার ৯২৫ এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে দুই কেন্দ্রে  মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯০.১৪%
বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিতইউনিটের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় কেন্দ্রে হাজার ৭৫৬ এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে দুই কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৮৪.৮১%
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . মোঃ শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন উপাচার্য জানান, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো বেরোবি কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রংপুরসহ সমগ্র উত্তর অঞ্চলের পরীক্ষার্থীরা বেরোবিতে পরীক্ষা দিতে পারায় তাদের সময় অর্থ সাশ্রয় হয়েছে উপাচার্য জানান, পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকবৃন্দের জন্য প্রশাসনের উদ্যোগে প্রধান ফটকের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে তিনি শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন  
সময় শাবিপ্রবি ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ রংপুর অঞ্চলের প্রধান সমন্বয়কারী বেরোবি গণিত বিভাগের প্রফেসর . মোঃ তাজুল ইসলাম, রেজিস্ট্রার . মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ নির্র্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর . মোঃ ইলিয়াছ প্রামানিক, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক . মোঃ মনিরুজ্জামান এবং শাবিপ্রবি পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর . মোঃ শাহ আলমের নেতৃত্বে প্রতিনিধিদলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন