বিএনপি ক্ষমতায় গেলে রংপুরের বৈষম্য দূর করা হবে : সাইফুল ইসলাম

১ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:৪০ সময়
Share Tweet Pin it
[বিএনপি ক্ষমতায় গেলে রংপুরের বৈষম্য দূর করা হবে : সাইফুল ইসলাম]

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রংপুর অঞ্চলের বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হলে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের হারাগাছ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তেব্যে এসব কথা বলেন তিনি।

হারাগাছ পৌর বিএনপির আহ্বায়ক মোনায়েম হোসেন ফারুকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসা, জেলা সদস্যসচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

এ সময় জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।এ সময় সভাপতি হিসেবে মোনায়েম হোসেন ফারুককে সভাপতি ঘোষণা দেওয়া হয়। আগামীকাল রবিবার নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হবে।